আজ ভূমধ্যসাগরে আটকা পড়া ১৭ বাংলাদেশিকে আনা হচ্ছে

ই- বার্তা ডেস্ক।।   আজ (২১ জুন)  ভূমধ্যসাগরে আটকা পড়া ৬৪ বাংলাদেশির মধ্যে ১৭ জনকেদেশে ফিরিয়ে আনা হচ্ছে.

দুপুরে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।আজ সন্ধ্যায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে তাদের ঢাকায় পৌঁছার কথা রয়েছে।

এই বিষয়ে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর আ স ম আশরাফুল ইসলাম জানান, আটকে পড়া বাংলাদেশিদের তিউনিসিয়ায় অবস্থিত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) একটি আশ্রয় শিবিরে নেয়া হয়েছে। শুক্রবার বিকেলের মধ্যে তাদের দেশে ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে।

সূত্র থেকে জানা গেছে, গত ১৭ দিন ধরে তারা তিউনিসিয়ার জার্জিস শহরের উপকূলে আটকা পড়েছিলেন। তারা এত দিন পর্যন্ত বাংলাদেশে আসতে অপারগতা জানিয়ে আসছিলেন। শুরু থেকেই ইউরোপ যাওয়ার সুযোগ করে দিতে তারা তিউনিসিয়ার উপকূলীয় রক্ষী ও রেড ক্রিসেন্টের প্রতিনিধিদের কাছে দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু, তিউনিসিয়া ও ইউরোপের কোনো দেশই তাদের গ্রহণ করতে রাজি হয়নি।

উদ্ধার হওয়ার পর থেকে তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট তাদের খাবার ও চিকিৎসা সেবা দিয়ে আসছিল। এ পরিস্থিতিতে তাদের দেশে ফিরিয়ে আনতে রাজি করানো হয়। আজ ১৭ জন আসছেন। পর্যায়ক্রমে বাকিদেরও আনা হবে বলে জানিয়েছে দূতাবাস।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম