আজ রাত থেকে শুরু বৃষ্টি, থাকবে শানিবার পর্যন্ত

ই-বার্তা ডেস্ক।।  গত সপ্তাহে টানা শৈত্য প্রবাহে মুখ লুকিয়েছিলো সূর্য। শীতে বিপর্যস্ত হয়ে পড়ে ঢাকাসহ সারাদেশের জনজীবন। পরে চলতি সপ্তাহের সোমবার সূর্য উঠলে আবার স্বাভাবিক রূপ পায় ঢাকা।  

এবার আরেক দফা ছুটিতে যাচ্ছে সূর্য। আজ বৃহস্পতিবার রাত থেকেই শুরু হবে বৃষ্টি। এতে রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

আবহাওয়া অফিস বলছে, মোটামুটি সারাদেশেই হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। শুক্রবার সারাদিন আকাশ কাঁদিয়ে বৃষ্টি বিদায় নিতে পারে শনিবার বিকালে। এই সময়ে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে। 

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়ায় এ বছর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু