আজ সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন ৫৮ আলেম

ই- বার্তা ডেস্ক।।   রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন দেশের ৫৮ আলেম।

হজযাত্রীদের ধর্মীয় ও বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে যে ৫৮ আলেম রাষ্ট্রীয় খরচে হজে যাচ্ছেন, শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছ থেকে বিদায় গ্রহণ করবেন তারা।

ধর্ম মন্ত্রণালয়ের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন এ প্রতিবেদককে বলেন, রাষ্ট্রীয় খরচে ওলামা-মাশায়েখদের যে দলটিকে হজে পাঠানো হচ্ছে, শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে তাদের সম্মানে রাষ্ট্রপতি নৈশভোজের আয়োজন করেছেন। সেখানে আলেমদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ।

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে ৫৮ আলেম শনিবার বিকালে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ থেকে বঙ্গভবনের উদ্দেশে রওয়ানা করবেন বলেও জানান তিনি।

এদিকে সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের হজপালন বিষয়ে ধর্মীয় পরামর্শ দেয়ার জন্য গঠিত ওলামা-মাশায়েখদের দলে আরও চার আলেমকে যুক্ত করা হয়েছে। সে হিসেবে এখন ওই দলের সদস্য সংখ্যা ৫৮। এর আগে ৯ জুলাই ৫৫ জন আলেমের একটি দল গঠন করে ধর্ম মন্ত্রণালয়।