আজ ৮০০ টন পেঁয়াজ খালাস হবে বন্দরে

ই-বার্তা ডেস্ক।।  পেঁয়াজের দাম বাড়ার পর চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানিকৃত ৮০০ টনের বড় একটি চালান খালাস হবে আজ। এসব পেঁয়াজের আমদানিতে খরচ পড়েছে কেজিপ্রতি প্রায় ৩৮ টাকা।  অন্যান্য খরচসহ তাঁরা সরকারের সরবরাহ প্রতিষ্ঠান টিসিবিকে ৪২ টাকা দরে এই পেঁয়াজ দেবেন।   

এদিকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে পেঁয়াজের বাজারদর স্বাভাবিক হয়ে যাবে—এমন আশ্বাস দিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর আইডিইবি ভবনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রধান কার্যালয়ে নিজস্ব দপ্তরে সাংবাদিকদের তিনি এ আশ্বাস দেন। 

তিনি বলেন, ‘আজ (গতকাল মঙ্গলবার) রাতে চট্টগ্রাম বন্দরে ৮০০ টন পেঁয়াজ খালাস হবে, যা টিসিবির কাছে ৪২ টাকা দরে বিক্রি করা হবে। এসব পেঁয়াজ সামান্য লাভে বিক্রি করা হবে। সরকারের অনুরোধে দেশের বড়মাপের আমদানিকারকদের আমদানি করা পেঁয়াজ দু-এক দিনের মধ্যে দেশে এসে পৌঁছবে। এভাবে বাজার চাহিদার তুলনায় বেশি পেঁয়াজ পর্যায়ক্রমে দেশের বাজারে আসবে।’

ই-বার্তা/সালাউদ্দিন সাজু