আটক দুই জেলেকে ফেরত দিয়েছে বিএসএফ

ই-বার্তা ডেস্ক।।  সীমান্তের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজশাহীর গোদাগাড়ী এলাকার পদ্মা নদী থেকে ধরে নিয়ে যাওয়া দুই জেলেকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  

এর আগে গত বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামের বিপরীতে পদ্মা নদীর নির্মলচর সীমান্ত থেকে দুই জেলেকে ধরে নিয়ে যায় বিএসএফ। এরা হলেন- গোদাগাড়ীর কাঁঠালবাড়িয়া গ্রামের আবদুর রহিম (৫৬) এবং ওমর আলী (৩২)।

বিজিবির রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ জানান, দুই জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়ে বৃহস্পতিবারই তারা পতাকা বৈঠকের মাধ্যমে জেলেদের ফেরত দেওয়ার জন্য বিএসএফ এর নিটক আবেদন জানান।তাদের আহ্বানে সাড়া দিয়ে বিএসএফ পতাকা বৈঠকে সম্মত হয়।

শুক্রবার বিকালে নির্মল চর সীমান্তে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষে সন্ধ্যায় জেলেদের বিজিরি কাছে ফেরত দেওয়া হয়েছে।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু