আত্মরক্ষার্থে নারীদেরকে দায়িত্ব ছিনিয়ে নিতে হবেঃ প্রিয়াংকা

ই-বার্তা ডেস্ক।।  ভারতে নারীদের ওপর নিপীড়ন আগের চেয়ে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী।  নির্যাতন বন্ধে প্রতিরোধ গড়ে তুলতে সমাজে নারীদের আরও ক্ষমতাশালী হতে বললেন তিনি।    

উত্তরপ্রদেশে এক সভায় শুক্রবার নারীদের বিরুদ্ধে সংগঠিত অপরাধ নিয়ে তিনি আরও বলেন, এ ধরনের অপরাধ থেকে নিজেকে রক্ষা করার জন্য পুরুষদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেয়ার সময় এসেছে।

আমি আমার বোনদের বলব– পুরুষদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে আনুন, পঞ্চায়েত ও বিধানসভা নির্বাচন লড়ুন এবং রাজনীতিতে এগিয়ে আসুন। আপনি ক্ষমতা হাতে নিন এবং এই ধরনের ঘটনা থেকে নিজেই নিজের আত্মরক্ষা করুন। 

উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিশেষত নারীদের প্রতি সহিংসতা যেভাবে বাড়ছে, তা নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করে তিনি বলেন, উন্নাওতে দেখা গেছে যে, গত ১১ মাসে প্রায় ৯০টি ধর্ষণের ঘটনা ঘটেছে। শেষ ঘটনাটির কথা জানার পরও সরকার শেষ পর্যন্ত অপরাধীদের রক্ষা করতে চেয়েছিল। আপনি ভাবতে পারেন যে, এই মহিলার পক্ষে যুদ্ধ করা কতটা কঠিন।

তিনি উন্নাও ধর্ষণ মামলার কথা উল্লেখ করে বলেন, যেখানে অভিযুক্ত ছিলেন একজন বিজেপি বিধায়ক, তাকে কীভাবে পুলিশ ধরবে?

কংগ্রেস নেত্রী বলেন, এটি একেবারে জরুরি অবস্থার মতো পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্তদের যত তাড়াতাড়ি সম্ভব সহায়তা দেয়ার জন্য সরকারকে পরামর্শও দেন তিনি।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু