আফগানদের বিপক্ষে ‘বাংলাওয়াশকে’ স্বাভাবিক বলছেন সাকিব

ই-বার্তা।।  আবারও পরাজয়ের গ্লানি। এবারে রোমাঞ্চ জাগিয়ে ম্যাচের শেষ বলে ১ রানের নাটকীয় হার। তাতে শেষ সর্বনাশ। ক্রিকেটের নবশক্তি আফগানিস্তানের বিপক্ষে হতে হল ‘বাংলাওয়াশ’। একে স্বাভাবিক পরিণতি হিসেবে আখ্যা দিলেন বাংলাদেশ দলপতি সাকিব আল হাসান।

তিনি বললেন, টি-২০ ক্রিকেটে এ রকমটি হতেই পারে। একে স্বাভাবিক বলেই ধরে নেয়া যায়।

গেল দুই ম্যাচে তিন বিভাগেই (ব্যাটি-বোলিং-ফিল্ডিং) দুর্বলতা চোখে পড়েছিল। তবে শেষ ও তৃতীয় ম্যাচে বোলিং ভালো করেছে বাংলাদেশ। হারের জন্য অধিনায়কের কাঠগড়ায় তাই ব্যাটসম্যানরা।

সাকিব বলেন, আফগানিস্তানকে ১৪৫ রানে আটকে ছিলাম আমরা। ব্যাটসম্যানদের পক্ষে তা তাড়া করার সামর্থ্য ছিল। দুর্ভাগ্যবশত ভালো ব্যাটিং করতে পারিনি। খুব কাছাকাছি পৌঁছে হেরেছি।

হারলেও মুশফিক-মাহমুদউল্লাহকে কৃতিত্ব দিতে ভুলেননি তিনি, তারা সত্যিই খুব ভালো ব্যাটিং করেছে। শেষ পর্যন্ত জয় পায়নি তা ‘ব্যাডলাক’। টি-২০ ক্রিকেটে এমনটি হতেই পারে।

৫৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ-মুশফিকের বড় জুটি ও দৃঢ় ব্যাটিং জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যায় বাংলাদেশকে।

তিন ম্যাচেই ব্যবধান গড়ে দিয়েছেন এক রশিদ খান। তাকেও প্রশংসায় ভাসিয়েছেন সাকিব, আমাদের আরও অনেক জায়গায় উন্নতি করার আছে। তাতে মনোযোগ দিতে হবে। এখানকার উইকেট ব্যাটিংবান্ধব ছিল। আমরা এমন পরিবেশে খেলেই অভ্যস্ত। তবে আফগানিস্তানের ভালো স্পিন আক্রমণ ছিল। ছিলেন রশিদ খান।