আফগানিস্তানে পুঁতে রাখা মাইনে ৯ স্কুল ছাত্র নিহত

ই-বার্তা ডেস্ক।।  আফগানিস্তানে মাইন বিস্ফোরণের ঘটনায় ৯ শিশু নিহত হয়েছে।  এই ঘটনায় আরও এক জন আহত হয়েছে বলে জানা গেছে।  শনিবার সকালে দেশটির তাখার প্রদেশে এই ঘটনা ঘটে।                                                    

দেশটির প্রাদেশিক পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ডারখাদ জেলার তাহির নামক একটি গ্রামের রাস্তায় মাইন পুঁতে রাখা হয়েছিল। পরে স্থানীয় সময় সকাল ৯টার দিকে ওই মাইনটি বিস্ফোরিত হয়। এসময় কয়েকজন শিক্ষার্থী স্কুলে যাচ্ছিল। এই ঘটনায় প্রাইমারি স্কুলের ৯ শিক্ষার্থী নিহত হয়। সেই সঙ্গে আরো এক জন আহত হয়।

এর আগেও আফগানিস্তানের ডারখাদ জেলায় এই ধরনের ঘটনা ঘটেছে। এই জেলায় প্রায়ই সরকারি বাহিনী এবং তালেবান যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ লেগেই থাকে। আফগানিস্তানের জঙ্গি এ বিদ্রোহী গোষ্ঠীটি দেশ থেকে বিদেশি সেনাদের তাড়ানো ও যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারকে পরাজিত করার লক্ষ্যে লড়াই করছে। 

যুক্তরাষ্ট্র ও তালেবান বিদ্রোহীরা একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা সত্ত্বেও চলতি বছর আফগানিস্তানে বেসামরিক মৃত্যু রেকর্ড মাত্রায় বৃদ্ধি পেয়েছে।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু