আফগানিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ১৯

ই-বার্তা ডেস্ক ।। উগ্র জঙ্গি গোষ্ঠীর বোমা হামলায় আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশের একটি মসজিদে অন্তত ১৯ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আহত হয়েছেন আরো অর্ধ শতাধিক মুসল্লি।

 

প্রাদেশিক পুলিশের মুখপাত্র বাসির বিনা জানিয়েছেন, মুসল্লিরা রোববার (৬ মে) সন্ধায় মাগরিবের নামাজ আদায়ের জন্য মসজিদে সমবেত হলে সেখানে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়।আগামী অক্টোবরে আফগানিস্তানে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। মসজিদটি ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয় বলে বিনা জানিয়েছেন বসির বিনা।

 

প্রাদেশকি পুলিশের মুখপাত্র জানিয়েছেন, বোমাটি হয়তো আগে থেকে মসজিদে পেতে রাখা হয়েছিল। জঙ্গিদের পক্ষ থেকে এটি আত্মঘাতী হামলা ছিল না বলে তিনি জানান।খোস্ত প্রদেশের পুলিশ প্রধান আব্দুল হানান বলেছেন, তিনি মনে করছেন, মসজিদের ভেতর ভোটার রেজিস্ট্রেশনের জন্য যেসব তাবু স্থাপন করা হয়েছে সেগুলোর কোনো একটির ভেতরে তালেবান বোমাটি পেতে রেখেছিল।

 

কোনো জঙ্গি গোষ্ঠী খোস্ত প্রদেশের মসিজদে বোমা হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে এ ধরনের হামলা জঙ্গি গোষ্ঠী চালিয়ে থাকে।

 

 

 

সুত্র/পার্সটুডে