আফ্রিকায় নাস্তানাবুদ শ্রীলংকা

ই-বার্তা ডেস্ক।।    টেস্ট সিরিজে চমক দেখালেও ওয়ানডেতে পাত্তাই পাচ্ছে না শ্রীলংকা। দ্বিতীয় ওয়ানডেতে  শ্রীলংকা হেরছে ১১৩ রানে। যেখানে লক্ষ্য ছিলো  মাত্র ২৫২ রান।

বুধবার আফ্রিকার সেঞ্চুরিয়ানে প্রথমে ব্যাট করে ওপেনার কুইন্টন ডি ককের ৯৪, অধিনায়ক ফাফ ডু প্লেসিসের ৫৭ রানের ইনিংসে ভর করে ৪৫.১ ওভারে ২৫১ রানে অলআউট আফ্রিকা। শ্রীলংকার হয়ে তিন উইকেট শিকার করেন থিসেরা পেরেরা। দুটি করে উইকেট নেন ডি সিলভা ও লাসিথ মালিঙ্গা।

২৫২ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে আফ্রিকান বোলিং ভেরিয়েশনে কাবু শ্রীলংকা। ইনিংসের শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩২.২ ওভারে ১৩৮ রানেই অলআউট শ্রীলংকা। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করন ফার্নান্দো। ২৪ রান করেন মেন্ডিস। আফ্রিকার হয়ে ৪৩ রানে ৩ উইকেট নেন রাবাদা।

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ফাফ ডু প্লেসিসের সেঞ্চুরিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পায়। প্রথম দুই ম্যাচে জিতে ২-০তে এগিয়ে গেল আফ্রিকা।

ই-বার্তা/ মাহারুশ হাসান