আবরার হত্যাকাণ্ডে সরকার ও দল উভয়ই বিব্রতঃ কাদের

ই- বার্তা ডেস্ক।।   বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে সরকার ও দল উভয়ই বিব্রত মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, এতে আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। যেহেতু ঘটনা দলীয় ব্যানারে ঘটিয়েছে, সেহেতু সরকার ও দল এর দায় এড়াতে পারে না।

আজ মঙ্গলবার ( ১৫ অক্টোবর) বিকালে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এই নৃশংস হত্যাকাণ্ডে সরকার ও আওয়ামী লীগ উভয়ই বিব্রত। এতে আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। যেহেতু ঘটনা দলীয় ব্যানারে ঘটিয়েছে, সেহেতু আওয়ামী লীগ ও সরকার এর দায় এড়াতে পারে না। সে দায় থেকেই সরকার তড়িৎ ব্যবস্থা নিয়েছে। অপরাধীদের গ্রেফতার করা হয়েছে। বিচারও দ্রুত শেষ হবে। গুটি কয়েকের জন্য পুরো দল খারাপ হয়ে যাবে বিষয়টি তা নয়। তবে এ ঘৃণ্য অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড হোক সেটাই কামনা করি।’

তিনি আরও বলেন, ‘আবরার ফাহাদ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এরই মধ্যে আন্দোলনরত বুয়েট শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। তারপরেও তারা আন্দোলন করে যাচ্ছে; এটা অনভিপ্রেত। ’

এ সময় শিক্ষার্থীদের তিনি আন্দোলন থেকে সরে ক্লাসে ফিরে যেতে বলেন। সেইসঙ্গে এই আন্দোলন ভিন্ন খাতে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, বিএনপি আবরার হত্যাকে আঁকড়ে ধরে আন্দোলনের ইস্যু তৈরি করতে চায়। শিক্ষার্থীদের উস্কানি এখান থেকে ইস্যু তৈরি করে দেশের মানুষকে বিভ্রান্ত করতে চায় বিএনপি। ’

এমনকি বিএনপি চেয়ারপারসনের অসুস্থতা নিয়েও দলের নেতাকর্মীরা রাজনীতি করছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।