আবারও উত্তপ্ত কাশ্মীর, চলছে গোলাগুলি

ই-বার্তা ডেস্ক।।  ফের উত্তপ্ত ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর। সকাল থেকেই কাশ্মীরের ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের চলছে তুমুল গোলাগুলি।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার সকালে নিরাপত্তাবাহিনীর ফাঁদে পা দিয়ে একটি বিল্ডিংয়ে আটকে গেছে তিন বিচ্ছিন্নতাবাদী।

দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এই মুহূর্তে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়াই চলছে। সেইসঙ্গে পুলিশ এবং জওয়ানদের আরও বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হচ্ছে।

এর আগে গতকাল পুলওয়ামায় গাড়ি লক্ষ্য করে হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। এতে সেনাসহ ৬ জন আহত হয়। এদিকে গতকাল অনন্তনাগে সেনাবাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষে এক মেজর নিহত হয়েছেন।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এর আগে বিচ্ছিন্নতাবাদীদের হামলা পুলওয়ামাতে ৪৯ জওয়ান নিহত হয়। এরপর থেকে বিচ্ছিন্নতাবাদীদের কঠোর হাতে দমনের সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু