আবারও কাশ্মীরে সংঘর্ষ, নিহত ২

ই-বার্তা ডেস্ক।।  ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সাথে ভারতীয় সেনাবাহীনির উত্তেজনা নিয়মিত বেড়েই চলেছে।  এবার শোপিয়ানের ইমাম সাহিব এলাকায় দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের তুমুল গোলাগুলির খবর পাওয়া গেছে।  এতে অনন্ত ২ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। 

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার বিকেল নাগাদ এ সংঘর্ষ বাধে।  রাত অবধি চলে গোলাগুলি। গোপন সংবাদের ভিত্তিতে ওই অঞ্চলে অভিযান চালায় দেশটির সেনারা।  নিরাপত্তা বাহিনীর উপস্থিতির টের পেয়ে গুলি চালায় বিচ্ছিন্নতাবাদীরা।  এতে পাল্টা আক্রমণে দুই বিচ্ছিন্নতাবাদী নিহত হয় বলে দেশটির পুলিশের তরফ থেকে বলা হয়েছে।  এছাড়া ওই গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারী কাশ্মীরে আত্মঘাতী হামলায় ভারতীয় সেনাবাহীনির ৪৯ জওয়ান নিহত হয়।  এর পর প্রতিশোধ হিসেবে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে বালাকোটে হামলা চালায় ভারত।  হামলা ভারতীয় পাইলটকে আটক করে পাকিস্তান।  কিন্তু শান্তির বার্তা হিসেবে ভারতীয় পাইলটকে মুক্তি দেয় পাক সরকার।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু