আবারও ক্রাইস্টচার্চে ফেলে রাখা বোমা উদ্ধার, গ্রেপ্তার এক

ই-বার্তা।।  নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আবারও বোমা হামলার উদ্দেশ্যে জমা করা বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ প্রশাসন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ক্রাইস্টচার্চের এক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে। খবর- রয়টার্সের।

মার্চে ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে বন্দুকধারীর হামলায় ৫০ জন নিহত হয় এবং আহত হয় শতাধিকের উপরে। এক অস্ট্রেলিয়ান বর্ণবাদী সন্ত্রাসী ওই হামলাটি চালিয়েছিলো।

পুলিশ জানায়, বিস্ফোরকটি একটি ফাঁকা জায়গায় ফেলে রাখা হয়েছিলো। পুলিশ খবর পেয়ে জায়গাটি ঘিরে ফেলে। বোমা নিষ্ক্রীয়কারী দল, অ্যাম্বুলেন্স ও জরুরি বিভাগের কর্মীদের সেখানে নিয়ে আসা হয়। পরে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে তারা।

ক্রাইস্টচার্চের জেলা পুলিশ প্রধান জন প্রাইচ বলেন, ‘পুলিশ জায়গাটি চিহ্নিত করে বিস্ফোরক ভিভাইস এবং বেশকিছু গোলা-বারুদ উদ্ধার করেছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৩ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার সম্পর্কে তেমন কিছু জানানো হয়নি।