আবারও মার্কিন প্রেসিডেন্ট পদে লড়বেন স্যান্ডার্স

ই-বার্তা ডেস্ক।।  বাণিজ্যিক দুনিয়ায় বহুজাতিক কোম্পানির আগ্রাসনের বিরুদ্ধে আর ‘রাজনীতিতে আমূল পরিবর্তনের’ ডাক দিয়ে ২০২০ সালে ডেমোক্রেট পার্টির পক্ষ থেকে আবারও মার্কিন প্রেসিডেন্ট পদে লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন সিনেটর বার্নি স্যান্ডার্স।  

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট পদে হিলারি ক্লিনটনের কাছে হারলেও সেই লড়াইয়ে নেমে ডেমোক্রেট তরুণদের নজর কেরেছিলেন বৃদ্ধ বার্নি স্যান্ডার্স। 

রবিবার মার্কিন বার্তা সংস্থা থমসন রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, বার্নি স্যান্ডার্স আগের মনোনয়ন লড়াইয়ের প্রচারের সময় তাঁর ব্যক্তিজীবনকে সামনে না আনলেও এবার তিনি নিউইয়র্কের ছোট্ট ভাড়ার অ্যাপার্টমেন্টে তাঁর দারিদ্র্যক্লিষ্ট ছোটবেলার কথাও তুলে ধরছেন।  তিনি বলছেন, তাঁর বাবা ছিলেন এক দরিদ্র ইহুদি রং বিক্রেতা, দারিদ্র্যের কশাঘাত থেকে মুক্তির জন্য ছিল তাঁর লড়াই, তাঁর পরিবার ছিল নাৎসিদের দ্বারা নির্যাতিত।  পাশাপাশি আয়বৈষম্য কমানোর উদ্যোগগুলোর কথাই বিস্তৃতভাবে প্রচার করেছেন।   

বার্নি স্যান্ডার্স বলেন, ‘আমি এমন কোনো বাবাকে পাইনি যে আমাকে উঁচু উঁচু ভবন, জুয়ার আসর আর কাউন্টি ক্লাব তৈরির টাকা দেবে।  কিন্তু আমার তার চেয়েও মূল্যবান কিছু ছিল।  রোলমডেল হিসেবে অনুকরণের মতো আমার একজন বাবা ছিলেন, যিনি আমাকে সাতসমুদ্র সাঁতরে পার হওয়ার জন্য অবিশ্বাস্য রকমের অনুপ্রেরণা দিয়েছেন।  কিন্তু তিনি যখন তাঁর জীবন শুরু করেছিলেন, তখন তাঁর পকেটে একটি টাকাও ছিল না।’

বার্নি স্যান্ডার্স বলেন, ‘আজকে আমরা এখানে প্রেসিডেন্ট পদের মনোনয়নের জন্য প্রচারকাজের উদ্বোধন করেছি।  আপনার জানার অধিকার আছে, আমি কোথা থেকে এসেছি।  কারণ, যৌবনে আমরা যেখানে বেড়ে উঠি, সেই পরিবারের মূল্যবোধ আমাদের গভীরভাবে প্রভাবিত করে।  আমি এমন কোনো পরিবার থেকে আসিনি, যেখানে বহুজাতিক সাম্রাজ্য তৈরির মধ্য দিয়ে আবাসন বৈষম্য তৈরির নীতির শিক্ষা দেওয়া হয়েছে।  আমি আবাসন-বৈষম্য নীতির তীব্র প্রতিবাদ করি।’

তিনি আরো বলেন, ‘আমি এই প্রচারকাজে আপনাকে অভিনন্দন জানাচ্ছি।  খুব পরিষ্কারভাবে বলতে চাই, লোভ, ঘৃণা আর মিথ্যা কোনো সরকারের অন্তর্নিহিত নীতি হতে পারে না।’

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু