মোবাইল গেইম খেলতে না পেরে আত্মহত্যা

ই-বার্তা ডেস্ক।।  বর্তমান এই প্রযুক্তিনির্ভর যুগে ইন্টারনেট ভিত্তিক গেমসের প্রতি তরুণদের আগ্রহ ক্রমশই বেড়ে চলেছে।  খারাপ প্রভাব পড়ছে সমাজের উপরও।  রবিবার ভারতের মুম্বাইয়ের নেহেরু নগর এলাকায় ঘটে তেমনই এক ঘটনা।  ইন্টারনেট ভিত্তিক গেমস ‘প্লেয়ার আননোওন’স ব্যাটল গ্রাউন্ড’ (পিইউবিজি) খেলতে নতুন মোবাইল না পাওয়ায় আত্মহত্যা করেছে এক যুবক। 

সুত্র মতে, গেমটি খেলার জন্য পরিবারের কাছে নতুন একটি দামি স্মার্ট মোবাইল কিনে দেওয়ার কথা বলে ওই কিশোর।  পরিবার থেকে কিনে না দেওয়ায় কথা বললে আত্মহত্যা করে সে।

এ ব্যাপারে পুলিশের বরাত দিয়ে বলা হয়, নতুন মোবাইল কিনতে ওই কিশোর বাড়ি থেকে ৩৭ হাজার রুপি দাবি করে।  কিন্তু পরিবার ২০ হাজার রুপির বেশি দিতে রাজি না হলে রান্না ঘরের সিলিংয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

উল্লেখ্য, সম্প্রতি মুম্বাই ১১ বছরের এক শিক্ষার্থীর মা সন্ত্রাস, হিংস্রতা রোধে গেমটি বন্ধ করতে মুম্বাই হাইকোর্টে আবেদনও করেন।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু