আবারো হোঁচট খেল বার্সেলোনা!

 

ই-বার্তা।।  মেসির গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত লা লিগায় হোঁচট খেয়েছে বার্সেলোনা পয়েন্ট টেবিলের তলানির দল লাস পালমাসের মাঠ থেকে গোলের ড্র করে ফিরেছে ভালভার্দের শিষ্যরা

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে বার্সা। ম্যাচের অষ্টম মিনিটেই গোলের সুযোগ পায় বার্সা। মেসির পাস থেকে পাওয়া বল গোলরক্ষককে একা পেয়েও জালে জড়াতে ব্যর্থ হন সুয়ারেজ। ম্যাচের ১১ মিনিটে মেসির ফ্রিকিক ঝাপিয়ে পরে ঠেকান স্বাগতিক গোলরক্ষক

ম্যাচের ২১ মিনিটে দুর্দান্ত ফ্রিকিকে গোল করে দলেক লিড এনে দেন মেসি ডিবক্সের ঠিক বাইরে থেকে বাঁপায়ের জোড়াল শটে বল জালে জড়ান আর্জেন্টাইন এই তারকা চলতি মৌসুমে লিগে এটা তার ২৩তম গোল বিরতির ঠিক আগে ইনিয়েস্তার নেওয়া বাঁকানো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়

বিরতি থেকে ফিরেই সমতায় ফেরে স্বাগতিকরা। ম্যাচের ৪৮ মিনিটে ডি বক্সে সার্জিও রবের্তো ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিক শিবির। সফল স্পট কিক থেকে দলকে সমতায় ফেরান আর্জেন্টাইন ফরোয়ার্ড জোনাথন কায়েরি।

ম্যাচের ৬২ মিনিটে বুসকেটেসয়ের বাড়ানো বলে সুয়ারেজের শট লক্ষ্যভ্রষ্ট হয়। বাকি সময়ে আরও কিছু আক্রমণ করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দলটি।

ড্রয়ের পর ২৬ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৬৬। পাঁচ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫১। পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে আছে ভালেন্সিয়া