আব্দুল্লাহপুরে ভুট্টার ট্রাক থেকে হাজার বোতল ফেনসিডিল জব্দ

ই- বার্তা ডেস্ক।।   রাজধানীর আব্দুল্লাহপুর থেকে অভিনব কায়দায় ট্রাকে ভুট্টার আড়ালে মাদক পরিবহনকালে  ১০৬৩ বোতল ফেনসিডিলসহ দু’জনকে আটক করেছে র‌্যাব।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে র‌্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই চালানটি জব্দ করে।

এই সময় আটক করা হয়েছে- মো. ইব্রাহীম ওরফে বাবু (২৯) ও রশিদুল ইসলাম (৩০)।

এই বিসয়ে  র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল সারওয়ার বিন কাশেম বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী দিনাজপুর থেকে মাদকের একটি বড় চালান নিয়ে ঢাকায় আসছিল-এমন গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাপুরের নিউ ফাল্গুনী রেস্তোরাঁর সামনে ওঁৎ পেতে থাকেন র‌্যাব-১ এর সদস্যরা। সেখানে ট্রাকটি আসা মাত্রই তাদের আটক করা হয়। পরে ট্রাক তল্লাশি করে কেবিনে সিটের নিচ থেকে ১০৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহার করায় ট্রাকটি জব্দ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদ থেকে জানা গেছে, আটক ইব্রাহীম ও রশিদুল ইসলাম ট্রাকচালক। তারা দীর্ঘদিন ধরে ট্রাকে পণ্য পরিবহনের আড়ালে মাদক ব্যবসা করে আসছিল। দিনাজপুরের বিরামপুর থেকে মাদকদ্রব্যের চালান নিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে মাদক কারবারিদের কাছে পাইকারি মূল্যে বিক্রয় করে তারা। তাদের দেয়া তথ্য যাচাই-বাছাইসহ দলের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম