আমাকে নয়, গান নিয়ে সমালোচনা করুনঃ তাহসান

ই-বার্তা ডেস্ক।।  অভিনেত্রী মিথিলার সঙ্গে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের বিচ্ছেদের অনেক দিন হয়ে গেলেও যখনই মিথিলাবিষয়ক সংবাদ খবরে আসে, সঙ্গে আলোচনা-সমালোচনায় চলে আসে তাহসানও।  

এবার এসব বিষয়ে অনেকটা ইঙ্গিত দিয়ে আক্ষেপ প্রকাশ করে তাহসান জানালেন, তিনি গানের পাখি, অথচ তার গানবিষয়ক কোনো আলোচনা-সমালোচনা যতটা হয়, তার চেয়ে ঢের বেশি অন্যসব প্রসঙ্গ নিয়ে হয়।

গতকাল এক অনুষ্ঠানে তাহসান সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, ‘অত্যন্ত কষ্টের সঙ্গে একটি কথা বলতে চাই, তা হলো- গত এক বছরে আমাকে নিয়ে অন্য যত নিউজ করেছেন, তার খুব কমই হয়েছে আমার গান নিয়ে। এটি আমার জন্য এবং পুরো ইন্ডাস্ট্রির জন্য কষ্টের। আমি আগের মতো গান নিয়ে চুলচেরা বিশ্লেষণ আশা করছি আপনাদের কাছে।’

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় তাহসান-মালার গানচিত্র ‘আনমনে’ অবমুক্ত হয়। আর সেই গানচিত্রের প্রকাশনা উৎসবে অংশ নিয়ে এসব কথা বলেন তাহসান।

কিছুটা আক্ষেপের সুরে তাহসান বলেন, ‘আমি খুব সৌভাগ্যবান। কারণ আমরা যে সময়ে গান শুরু করি, তখন পত্রিকার পাতায় নিয়মিত গানের বিশ্লেষণ হতো। কিন্তু এখন আর সেগুলো চোখে পড়ে না। এখন পত্রিকার খবরগুলো হয় মিউজিক ভিডিও কেন্দ্র করে।’

বিস্তারিতভাবে তিনি বলেন, ‘একটা সময় ছিল যখন কোনো অ্যালবাম বের হলে পত্রিকায় তা নিয়ে সমালোচনা ও চুলচেরা বিশ্লেষণ হতো, যা এখন আর হয় না। সেই সময় পত্রিকায় সাংবাদিকরা লিখতেন- এই অ্যালবামটির অমুক চারটি গানের কথায় গভীরতা আছে। এই তিনটি গানের কথা শক্ত না হলেও সুর হৃদয় ছুঁয়ে যায়। এই গানটির শেষে শিল্পী যে টান দিয়েছে, সেটি কী দারুণ! এভাবে প্রায় প্রতিটি গান ধরে ধরে পত্রিকায় রিভিউ হতো। এ রকম লেখা আমরা প্রতিনিয়তই পড়তাম। যেটি পড়ে আমরা উৎসাহ পেতাম, শিখতাম। এমনকি ভালো-মন্দ প্রতিক্রিয়াও জানাতাম। কিন্তু এখন আর এ রকম লেখা আমরা পাই না।’

ই-বার্তা/সালাউদ্দিন সাজু