আমার ছেলেকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছেঃ সাকিবের বাবা

ই-বার্তা ডেস্ক।।  সাকিব আল হাসানের বাবা মাসরুর রেজা বলেছেন, আমার ছেলে ষড়যন্ত্রের শিকার।  সে এমন কোনো অপরাধ করেনি যে তাকে নিষিদ্ধ করতে হবে।  ভুল তো মানুষের হতেই পারে।  

জুয়াড়িদের কাছ থেকে তিনবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পরও তা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) না জানানোর অপরাধে মঙ্গলবার সাকিবকে ২ বছর নিষিদ্ধ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।

কিন্তু ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার বিষয়টি স্বীকার করে ক্ষমা চাওয়ায় সাকিবের ওপর সন্তুষ্ট আইসিসি। নিষেধাজ্ঞা থাকা অবস্থায় আইসিসির বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়ার শর্তে সাকিবের শাস্তি এক বছর স্থগিত করেছে আইসিসি।

এদিকে ক্রিকেটারদের বেতন বৃদ্ধিসহ ১১ দফা দাবির নেতৃত্ব দিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিসিবি তাদের ৯ টি দাবি মেনে নেয় এবং একটি মেনে নেয় কোয়াব। আর বাকি ১ টি দাবি বিবেচনাধীন রাখে বিসিবি। দাবি মেনে নিলেও বোর্ড সভাপতির বক্তব্যে আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল ফিক্সিংয়ের ব্যাপারে। তিনি ক্ষুদ্ধ হয়ে বলেছিলেন, অপেক্ষা কর কিছুদিনের মধ্যেই ফিক্সিংয়ের খবর আসছে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু