আমার হাসার জন্য উস্কানি দিয়েছেন সাংবাদিক বন্ধুরাঃ শাজাহান খান

ই- বার্তা ডেস্ক।।   সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান দাবি করেছেন যে, সাংবাদিকরা তাকে হাসার জন্য ‘উস্কানি’ দিয়েছিলেন । তিনি বলেন, ‘আমার হাসার জন্য উস্কানি দিয়েছেন এই সাংবাদিক বন্ধুরা।’

আজ সোমবার (১৫ এপ্রিল) সিরডাপ মিলনায়তনে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত ‘নিরাপদ সড়ক ও মাদকমুক্ত সমাজ গঠন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ দাবি করেন।

সাবেক এ মন্ত্রী দাবি করেন, তাকে নৌপরিবহনমন্ত্রী করার পর অনেকে মন্তব্য করেছিলেন, ‘যে লোকের হাতে পরিবহন সেক্টর জিম্মি তাকেই করা হচ্ছে মন্ত্রী।’ কিন্তু তিনি সমালোচকদের এমন তীর্যক কটূক্তি ভুল প্রমাণ করেছেন বলে দাবি করেন। উদাহরণ হিসেবে তার দায়িত্ব নেয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো লঞ্চ ডুবিতে মৃত্যুর ঘটনা ঘটেনি- এমন পরিসংখ্যান তুলে ধরেন।নিরাপদ সড়কের জন্য গঠিত কমিটিতে শাজাহান খানকে কমিটির প্রধান করা হয়েছে।

শাজাহান খান বলেন, ‘আজ আমাকে হাসির ব্যাখা দিতেই হবে। আমি তো এমনিতে বেশি হাসি, প্রবলেম হলো এইটা। হাসা যদি দোষ হয় তার জন্য আমি দুঃখিত। কিন্তু কী প্রেক্ষাপটে আমি হাসছি? সেটাও সাংবাদিকদের প্রশ্নের কারণে। দুর্ঘটনার কথা তখন আমি জানিও না।’

সাবেক এ মন্ত্রী বলেন, ‘৬৮ বছর পর আমরা মংলাবন্দরে ক্রেন দিচ্ছি, এ সংবাদে আমরা আনন্দিত। সেখানে একজন সাংবাদিক প্রশ্ন করলেন, সড়ক দুর্ঘটনায় দুজন স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, আপনি কী বলবেন? আপনাদের অনুরোধ করব, পুরো ফুটেজটি আবারও দেখার জন্য। আমি উত্তরে বললাম, দুর্ঘটনার জন্য যদি কোনো ড্রাইভার দায়ী হয় আমরা তার কোনো প্রতিবাদ করবো। তখন আরেকজন সাংবাদিক বললো, আপনার আশকারা পেয়ে ড্রাইভাররা এমন (বেপরোয়া) হয়েছে! তখন স্বাভাবিকভাবে একটু হাসি আসে। আর আমি একটু হাসিও। আসলে আমার হাসার জন্য উস্কানি দিয়েছেন এই সাংবাদিক বন্ধুরা।’

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম