আমির-আলিয়া শ্রমিকদের পাশে!

ই-বার্তা ডেস্ক ।। অনেক বড় তারকা হয়েও দেশ গড়ায় খেটে খাওয়া শ্রমিকদের অবদান ভোলেন নি বলিউড তারকা আমির খান ও আলিয়া ভাট। তাই আজ (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিকদের পাশে দাঁড়াচ্ছেন এই দুই তারকা। গতকাল এক টুইট বার্তায় তাঁদের সঙ্গে শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য ভক্তদের আহবানও জানান আলিয়া ভাট।

কৃষক-শ্রমিকদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ মূলত আমির খানের দাতব্য সংগঠন ‘পানি ফাউন্ডেশন’ থেকে উৎপত্তি। সম্প্রতি মহারাষ্ট্রের পানি শুন্য গ্রাম গুলোতে পানির সমস্যা দূর করতেই এই সংগঠন প্রতিষ্ঠা করেন আমির। আর আমিরের এই পানি ফাউন্ডেশনের অংশ হয়েছেন আলিয়া।

 

আজ(১ মে) শ্রমিক দিবস উপলক্ষে মহারাষ্ট্রে ‘মহা শ্রমদান’ দিবস হিসেবে পালন করবে পানি ফাউন্ডেশন।মহারাষ্ট্রের মারাথাওড়া অঞ্চলে কৃষকদের সঙ্গে কাস্তে লাঙ্গল হাতে ফসলের জমিতে নেমে পড়বেন আমির ও আলিয়া।

 

টুইটারে আলিয়া লেখেন-

 

‘আজ (১ মে) শ্রম দিবসে শ্রমদান দিতে মহারাষ্ট্রের গ্রামাঞ্চলে যাচ্ছি। সেখানে কৃষক, শ্রমিকদের সঙ্গে শাবল, কাস্তে হাতে নেবো। তোমরাও আমন্ত্রিত। তোমাদের কি পরিকল্পনা?’ সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে জুড়ে দেন আমির খান এবং তাঁর দাতব্য সংগঠন পানি ফাউন্ডেশনকে।

 

আমির-আলিয়ার এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁদেরকে প্রশংসায় ভাসান নেটিজেনরা।

 

 

 

ই-বার্তা/ডেস্ক