আমি কারো পক্ষে বা বিপক্ষে কথা বলিনা: ইলিয়াস কাঞ্চন

ই-বার্তা ডেস্ক।। নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, পরিবহন সেক্টর আমাকে তাদের প্রতিপক্ষ মনে করে এটা হতাশাজনক।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে নিসচা’র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইলিয়াস কাঞ্চন বলেন, তারা কোন ধরণের প্রস্তুতি নেয়নি সময় থাকতে গাড়ির লাইসেন্স ফিটনেস এবং গাড়ি আকৃতি পরিবর্তন জনিত অনিয়ম ও ত্রুটিগুলো সংশোধন এর দিকে মনোযোগ দেয়নি।

তিনি আরও বলেন, আমি কারো পক্ষে বা বিপক্ষে কথা বলিনা। আমি অনিয়মের বিরুদ্ধে কথা বলি। যারাই অনিয়ম করেন, তাদের বিপক্ষে কথা বলি। কোনো চালক যদি মনে করেন, আমি তাদের বিরুদ্ধে কথা বলি, এটা দুঃখজনক। সময়োপযোগী সড়ক পরিবহন আইনের দাবি আজ পূরণ হয়েছে জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, কিন্তু দুঃখের কথা, প্রয়োগের শুরুর দিন থেকেই আইনটি হোঁচট খেয়েছে। এ আইন বাস্তবায়নে কোনো চাপের কাছে নতি স্বীকার করা যাবে না।

ইলিয়াস কাঞ্চন বলেন, এতে পুরো সড়ক ব্যবস্থাপনা সিসিটিভি ক্যামেরায় আওতায় আনার কথা বলা হয়েছে। যাতে কেউ আইন ভঙ্গ না করলে তার বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার শঙ্কা না থাকে। পরিবহন মালিক হোক বা শ্রমিক হোক, কারো চাপের মুখে নতি স্বীকার করা যাবে না। আইনের বাস্তবায়ন আটকে রাখা যাবে না। মানুষকে জিম্মি করে, সরকারকে বিব্রত করে যদি কেউ এই আইন বাস্তবায়ন ঠেকানোর চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এটাই এখন আমাদের দাবি।