আমি চাঁদা নেই না, কোনো চাঁদাবাজকে প্রশ্রয়ও দেই না: মেয়র আতিক

ই-বার্তা ডেস্ক।। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাউন্সিলরদের অপকর্মের দায় তাদেরকেই নিতে হবে বলে হুঁশিয়ারি করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

শনিবার দুপুরে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে এক সুধী সমাবেশে আতিকুল ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, অনৈতিক কর্মকান্ডে লিপ্তদের প্রশ্রয় দেয়া হবে না। মেয়র বলেন, আমি চাঁদা নেই না, কোনো চাঁদাবাজকে প্রশ্রয়ও দেই না। তাই কাউন্সিলরদের অপকর্মের দায় তাদের নিজেদেরই নিতে হবে। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, যারা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত আছেন তাদেরকে কোনো প্রশ্রয় দেয়া হবে না। ফুটপাত দখলকারী ও চাঁদা আদায়কারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

সিটি কর্পোরেশন এলাকাকে সিসি টিভির আওতায় আনা হবে জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, অপকর্মরোধে সিটি কর্পোরেশন পুলিশকে সহায়তা করবে। পুলিশ জনগণের বন্ধু। জনগণেরও উচিত পুলিশকে সহায়তা করা। ডিএমপির গুলশান বিভাগের উপ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে সুধি সমাবেশে আরো বক্তব্য দেন সংসদ সদস্য আকবর হোসেন পাঠান, এ কে এম রহমতুল্লাহ, ডিএমপির যুগ্ম কমিশনার শেখ নাজমুল আলম, তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আশরাফ হোসেন প্রমুখ।