আমি যুদ্ধ পছন্দ করি নাঃ ট্রাম্প

ই-বার্তা ডেস্ক।।  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এমন একজন ব্যক্তি যিনি যুদ্ধ অপছন্দ করেন। ফলে সৌদি আরবের হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে প্রস্তুত নন তিনি।  

হোয়াইট হাউসে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট বলেন, সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় যে হামলা হয়েছে তার পিছনে ইসলামি প্রজাতন্ত্র ইরান রয়েছে বলে মনে হয়। কিন্তু তিনি কারো বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চান না। 

সৌদি আরবের দুইটি তেল ক্ষেত্রে হামলার জন্য ইরানকে অভিযুক্ত করে ডোনাল্ড ট্রাম্পের আগে বিবৃতি দিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তবে ইরান আমেরিকার ওই বক্তব্য সরাসরি নাকচ করে দিয়েছে।

আরামকো তেল স্থাপনায় ড্রোন হামলা সম্পর্কে ট্রাম্প বলেন, ওই হামলায় ইরান জড়িত কি না তা নিয়ে তদন্ত করছে আমেরিকা তবে তিনি এই মুহূর্তে মনে করেন হামলার পিছনে অবশ্যই ইরান জড়িত।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু