আমি হতাশ নই, আমার ধৈর্যের কাছে ক্যান্সার হেরে যাবেঃ ইরফান খান

ই-বার্তা।।  দীর্ঘ তিন মাসেরও বেশি সময় ধরে লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলিউড ও হলিউডের সফল অভিনেতা ও মেধাবী অভিনেতা ইরফান খান। বিরল রোগ নিউরো এন্ড্রোক্রাইন ক্যান্সারে আক্রান্ত তিনি। বেঁচে থাকার লড়াইয়ে অদম্য চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত।

 

রোগটি সর্ম্পকে অভিনয় জগতে দাপিয়ে বেড়ানো এ অভিনেতা জানান, তিনি এখন নতুন এ রোগের গবেষণার বস্তুর মতো। অনেকটা যেন গিনিপিগ।তার অভিব্যক্তি প্রকাশ হয় ঠিক এইভাবে, ‘বেশ কিছু সময় কেটেছে আমার নিউরো এন্ড্রোক্রাইন ক্যান্সারের চিকিৎসা চলছে। এই শব্দটা আমার শব্দভাণ্ডরে নতুন। এই রোগটা ভীষণ একটা বিরল রোগ। এটা নিয়ে গবেষণাও কমই হয়েছে, তাই এ বিষয়টি নিয়ে তুলনামূলকভাবে তথ্যও কম রয়েছে। এটার চিকিৎসাও তাই অনুমানের ভিত্তিতে চলছে। আর আমিই এই বিরল রোগের চিকিৎসার জন্য জন্য চিকিৎসকদের নানান পরীক্ষামূলক পদ্ধতির মাধ্যম।’

 

জীবনের এই কঠিন মুহুর্তেও প্রাণবন্ত ও হাস্যজ্জল ইরফান খান। ভক্তদের উদ্দেশ্যে টুইটারে আপডেট দিচ্ছেন নিয়মিত। মাঝেমধ্যেই নিজের জীবনের নানা কথা অভিজ্ঞতা পোস্ট করছেন তিনি টুইটারে।ইরফান খানের কণ্ঠে সাহসী উচ্চারণ, ‘আমি বিশ্বাস করি, আমার ধৈর্যের কাছে ক্যান্সার হেরে যাবে।’সম্প্রতি নিজের টুইটারে প্রোফাইল পিকচারে শুভাকাঙ্খীদের ইরফান জানান, ‘আমি হতাশ নই, আশাও ছাড়িনি। আমি আনন্দেই বেঁচে আছি।’