আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত ইরান

ই-বার্তা ডেস্ক ।।  ইসলামি বিপ্লবের বিজয় দিবস উপলক্ষে আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হল ইরান। আজ (সোমবার ) ইরানের ইসলামি বিপ্লবের বিজয় দিবস।

বিজয় দিবস উপলক্ষে দেশটিতে আজ বিশাল মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এতে দেশটির প্রায় কোটি মানুষ অংশ নিবেন। এছাড়া সারা দেশজুড়ে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। এর আগে গতরাত ৯ টা নাগাদ সারাদেশ প্রকম্পিত হয়ে উঠে ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে।

ইরানের সর্বস্তরের মানুষ নিজ নিজ বাড়ীর ছাদে উঠে ‘আল্লাহু আকবার’ ধ্বনি তুলে মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

ইরানের বিপ্লবের ৪০ বছর পূর্তি উপলক্ষে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনীসহ দেশটির বিভিন্ন নেতা ও ব্যক্তিত্বরা মিছিল ও শোভাযাত্রায় অংশ নিতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত ইরান

৪০ বছর পূর্তি উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি শিগগিরই বক্তব্য দিবেন। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিক নির্দেশনা থাকবে বলে জানানো হয়েছে।

ই-বার্তা /  তামান্না আলী প্রিয়া