আসছে ঘূর্ণিঝড় ‘ফণী’, পশ্চিমবঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

ই-বার্তা।।   প্রবল বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘ফণী’র আতঙ্কে কাঁপছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উপকূলবর্তী এলাকা৷ কলকাতাতেও প্রবল তাণ্ডব চালাতে পারে ‘আইলা’র চেয়ে বেশি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফণী’৷

আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাসের পর পরিস্থিতির কথা বিবেচনা করে রাজ্যের সকল স্কুলে ছুটি ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার৷

ফণীর আতঙ্কে এগিয়ে আনা হয়েছে গ্রীষ্মের ছুটি৷ শুক্রবার থেকেই গরমের ছুটি শুরুর ঘোষণা দেয়া হয়েছে সরকারি এবং সরকার অনুমোদিত স্কুলগুলোতে৷ আগামী ৩০ মে পর্যন্ত ছুটি থাকবে৷ প্রয়োজনে শেষদিকে ছুটির মেয়াদ কমানো হতে পারে।

২০০৯ সালের মে মাসে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন উপকূলবর্তী এলাকায় শক্তিশালী ঘূর্ণিঝড় আইলার তাণ্ডব এখনও ভোলেননি কেউ৷ আবহাওয়া দপ্তরের একাধিক সতর্কবার্তা বলছে, আসন্ন ফণী আইলা থেকেও বেশি শক্তি নিয়ে আছড়ে পড়বে বাংলার উপকূলবর্তী এলাকায়৷

ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা দল এবং উপকূলবর্তী বাহিনীকে প্রস্তুত করে রাখা হয়েছে৷ ইতিমধ্যেই উপকূল এলাকা থেকে মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হচ্ছে৷ ত্রাণের ব্যবস্থাও করা হচ্ছে৷ এসবের মাঝে স্কুলপড়ুয়াদের নিরাপত্তা নিয়ে ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন৷ তাই আলোচনাক্রমে সিদ্ধান্ত হয়েছে গ্রীষ্মের ছুটি এগিয়ে আনার৷

সাধারণত মে মাসের মাঝের দিকে গ্রীষ্মের ছুটি পড়ে স্কুলগুলিতে৷ কিন্তু ফণীর আশঙ্কায় ৩ তারিখ থেকেই ছুটি ঘোষণা করা হয়েছে৷ প্রয়োজনে শেষের দিক থেকে ছুটি কমিয়ে নেওয়া হবে বলে ঠিক করেছে শিক্ষাদপ্তর৷

অন্যদিকে, ক্যাটাগরি ফাইভ ঘূর্ণিঝড়ের লক্ষ্মণযুক্ত ফণী নিয়ে মৌসম ভবনের সতর্কবার্তায় নড়েচড়ে বসেছে মোদী সরকারও৷ পরিস্থিতি পর্যালোচনায় নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দুপুরে উচ্চপর্যায়ের জরুরি বৈঠক করেছেন৷