আসন্ন বিশ্বকাপে লিটন ভয়ঙ্কর হয়ে উঠতে পারেঃ মাশরাফি

ই-বার্তা ডেস্ক।।  ক্রিকেট বিশ্বকাপ শুরুর আর বেশিদিন দেরি নেই।  দিন যত ঘনিয়ে আসছে দল নিয়ে ততই আলোচনা বাড়ছে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের।  কারা থাকছেন দলে? এ বিষয়ে তর্ক বিতর্ক চলছে।

তবে বেশির ভাগ ভক্তদের মাঝে বিশেষ আলোচনা হচ্ছে তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাসকে নিয়ে।  তার কাছ থেকে ভালো কিছু আশা করছেন ভক্তরা।  বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা  বলেছেন, এবার বিশ্বকাপে তাঁর ভালো কিছু করার সম্ভাবনা প্রবল।  ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠেয় বিশ্বকাপে লিটন প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন বলেও মনে করেন মাশরাফি।

অধিনায়ক বলেন, ‘সম্প্রতি লিটনের কাছ থেকে আমরা ভালো কিছু ইনিংস দেখেছি।  গত এশিয়া কাপের ফাইনালে সে যেভাবে খেলেছে, আমি মনে করি আগামী বিশ্বকাপে সে বিধ্বংসী হয়ে উঠতে পারে।  তার সে সক্ষমতা তাঁর রয়েছে।’

মাশরাফি আরো বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধারাবাহিকতা।  যদি সে তার স্বাভাবিক খেলা খেলতে পারে, আগামী বিশ্বকাপে আমরা বড় ধরনের সুবিধা পাব।’ 

লিটন এখন পর্যন্ত ২৭টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলে ১৯.৫৩ গড়ে ৫০৮ রান করেছেন।  যার মধ্যে একটি শতক ও একটি অর্ধশতকের ইনিংস রয়েছে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু