ডিটেনশন ক্যাম্পে ধর্ষণের শিকার নারীরা

ই-বার্তা ডেস্ক।।  জমিয়তে উলামায়ে হিন্দ নামের একটি সংগঠন অভিযোগ করেছে, ভারতের আসাম রাজ্যের বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে আটক নারীদের ধর্ষণ করা হচ্ছে।  সংগঠনটির এমন অভিযোগ আজ রোববার আসামের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

ইরানি গণমাধ্যম পার্সটুডের বাংলা ভার্সন ওই খবরের বরাত দিয়ে বলেছে,  শনিবার আসাম রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মোশতাক আনফর কাশেমি শিলচর এক ভাষণে বলেন, ‘এখনও রাজ্যের বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে এমন নারীরা আটকে আছেন যাদেরকে ধর্ষণও করা হচ্ছে। কিন্তু এসব বিষয় নিয়ে কোনো রাজনৈতিক দলের নেতাদের কথাবার্তা নেই।’

সম্প্রতি আসাম রাজ্যে জাতীয় পরিচয় পত্র নবায়নের যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাকে ‘কেয়ামত’অভিহিত করে তিনি বলেন, নির্দিষ্ট ষড়যন্ত্রের অংশ হিসেবে এই নবায়ন প্রক্রিয়া শুরু হয়েছিল।

এ ব্যাপারে সংগঠনটির অতিরিক্ত সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির কাশেমি রোববার বলেন, ‘এ রকম অভিযোগের কথা আগে থেকেই শুনে আসছি, এখন তা খবরের প্রচারমাধ্যমে উঠে এসেছে। আমরা ইতিপূর্বে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। আজও আমরা সরকারের কাছে পুনরায় দাবি জানাব যাতে নারীদের মান-সম্মান সুরক্ষিত হয়।  কারণ এটা সম্পূর্ণভাবে মানবাধিকারবিরোধী কাজ।’

এ প্রসঙ্গে আসামের সংখ্যালঘু সংগঠনসমূহের সমন্বয় সমিতির মুখ্য আহ্বায়ক আইনজীবী আজিজুর রহমান বলেন, ‘খবরের কাগজে যা দেখলাম যদি তা সত্যি হয় তাহলে আসাম সরকার ও কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের দাবি, অতি শিগগিরই দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তি দিতে হবে।  এ রকম ঘটনা যাতে পুনরায় না ঘটে সেজন্য সরকারকে সতর্ক হতে হবে।’

ই-বার্তা/ মোঃ সালাউদ্দিন সাজু