আসামের ৭০ হাজার অনুপ্রবেশকারী ‘নিরুদ্দেশ’

ই-বার্তা ডেস্ক।।  ভারতীয় সুপ্রিমকোর্টকে আসাম সরকার জানিয়েছে,  চূড়ান্ত নাগরিকপঞ্জি (এনআরসি) প্রকাশের আগেই বাংলাদেশের প্রতিবেশি রাজ্য আসামের ৭০ হাজার অনুপ্রবেশকারী ‘নিরুদ্দেশ’ হয়ে গেছে। এমন খবর শুনে তীব্র ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। রীতিমতো বিস্ময় প্রকাশ করে ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ প্রশ্ন রাখেন, ‘ঘোষিত অনুপ্রবেশকারীরাই যদি এ ভাবে ভ্যানিশ হয়ে যায়, তাহলে পরে কী হবে?’

ফরেনার্স ট্রাইবুনাল ৭০ হাজার আসামবাসীকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করেছিল। কিন্তু দেশে ফেরত পাঠানোর আগেই তারা উধাও হয়ে গেছে। তার মতে, ‘৭০ হাজার চিহ্নিত অনুপ্রবেশকারী সম্ভবত সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েছে।’ শুনানিতে জানান, সরকারের পক্ষে আইনজীবী তুষার মেহতা।

এই তথ্য শুনে প্রচণ্ড বিরক্ত হন প্রধান বিচারপতি। তুষার মেহতাকে তীব্র ভর্ৎসনা করেন। উদ্বেগ প্রকাশ করেন, তাহলে এখনও যাঁদের নাগরিকত্ব যাচাই চূড়ান্ত হয়নি, তাঁদের কী হবে।

উল্লেখ্য, মেহতা শেষ পর্যন্ত আদালতকে আশ্বস্ত করতে বলেন, আগামী শুনানিতে অবশ্যই মুখ্যসচিব আদালতে হাজির থাকবেন এবং আদালতের নির্দেশ না পাওয়া পর্যন্ত তিনি আসামে ফিরবেন না।