আহতদের উদ্ধার করতে যাওয়ায় ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

ই-বার্তা ডেস্ক।।  হামাসের কথিত রকেট হামলাকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের শরণার্থী শিবিরে দখলদার ইসরাইলি বাহিনীর অভিযানে আহতদের উদ্ধার করতে গেলে এক স্বেচ্ছাসেবী ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করে ইসরাইলি বাহিনী। পরে তার লাশ নিয়ে মিছিলে নেমেছেন ফিলিস্তিনিরা।

এই তথ্য জানিয়েছে এএফপির।

বুধবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে জানায়, নিহত কিশোর চিকিৎসাবিষয়ক স্বেচ্ছাসেবকের কাজে নিয়োজিত ছিল। ওই কিশোরের নাম সাজিদ মুজহার (১৭)। সে বেলেথহেমের দক্ষিণে পশ্চিম তীরের দায়েশ শরণার্থী ক্যাম্পে সংঘর্ষে নিহত হয়।

উল্লেখ্য, ইসরাইলি বাহিনী শরণার্থী ক্যাম্পে ঢুকে অভিযান চালিয়ে অনেককে গ্রেফতার করে। এতে সংঘর্ষে সেখানে থাকা অনেকেই আহত হয়।

ই-বার্তা/ মাহারুশ হাসান