ইইউকে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা জারির আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

ই-বার্তা ডেস্ক।। মিয়ানমারের জিএসপি সুবিধা ইইউকে তুলে নেয়ার আহবান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নিজ কার্যালয়ে ১৫ দিনের বিদেশ সফর শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে গণহত্যা হয়েছে ইইউ নিজেই বলেছে কিন্তু তারা দেশটিতে জিএসপি সুযোগ ছাড়াও বিভিন্ন সুবিধা দিচ্ছে। তাই রোহিঙ্গাদের যতক্ষণ ফেরত নেওয়া হবে না ততক্ষণ নিষেধাজ্ঞা জারি করুক তারা।

এক প্রশ্নের জবাবে পররাষ্টমন্ত্রী বলেন, বাংলাদেশ কখনো বলেনি মিয়ানমারে গণহত্যা হয়েছে। এ কথা বলেছে জাতিসংঘ ও ইইউ । বরং প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশাল এক গণহত্যার হাত থেকে এ অঞ্চলকে বাঁচিয়েছেন।

তিনি জানান, বাংলাদেশ মিয়ানমারের হাতে যে তালিকা দিয়েছে তা থেকে একজনকেও ফেরত নেওয়া হয়নি। তারা অসত্য কথা বলে যাচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেতা সোনিয়া গান্ধি বঙ্গবন্ধুর শততম বার্ষিকী পালনে বাংলাদেশ আসার আমন্ত্রণ গ্রহণ করেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।