ইউনাইটেড-লিভারপুল ম্যাচে জিততে পারেনি কেউ

ই-বার্তা ডেস্ক।।  লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ মানেই দারুন এক লড়াই দেখার অপেক্ষা। এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে দুই দলের অবস্থান বিপরীতমুখী।  লিগের শুরুতে হারানো ম্যানইউ মাঝপথে এসে ঘুরে দাঁড়িয়েছে।  আর শুরু থেকেই টপ ফর্মে থাকা লিভারপুল ইদানীং শীর্ষস্থানে ওঠা-নামা করছে।

রোববার প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হয় ম্যানইউর ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে।  সাম্প্রতিক সময়ে ফর্মে থাকার কারণে ম্যাচে ফেভারিট ছিল স্বাগতিকরা।  তবে ম্যাচে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় রেড ডেভিলরা। 

খেলা শুরুর প্রথম দিকে অষ্টম মিনিটে মার্কাস রাশফোর্ড সুবিধাজনক অবস্থানে থেকেও গোল করতে পারেননি।  ১০ মিনিট পর লিভারপুলের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহর ফ্রিকিক সামান্যর জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে গোলশূন্য ভাবে এগোতে থাকে ম্যাচ।  প্রথমার্ধের ৪২ মিনিটে বেলজিয়ান তারকা রোমেলু লুকাকুর বাড়ানো বল ডি-বক্সের মধ্যে পেয়েও লিনগার্ড ঠিকঠাক শট নিতে পারেননি। 

ম্যাচের দ্বিতীয়ার্ধে অনেক চেষ্টা করেও গোল করতে পারেনি দুই দলের কেউই।  লিগের প্রথম পর্বে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ৩-১ গোলে হেরেছিল রেড ডেভিলরা।

লিভারপুল এক পয়েন্ট পাওয়ায় ২৭ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে ম্যানচেস্টার সিটি। ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইয়োর্গন ক্লপের দল।  ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে টটেনহ্যাম হটস্পার। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু