ইউনিক গ্রুপের সঙ্গে ৫৮৪ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় চুক্তি আজ

ই-বার্তা ডেস্ক।।  বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও ইউনিক গ্রুপের মধ্যে আজ বুধবার ৫৮৪ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) স্বাক্ষর হবে।  

চুক্তির আওতায় ইউনিক গ্রুপ আগামী তিন বছর বিদ্যুৎ সরবরাহ করতে নারায়ণগঞ্জের মেঘনাঘাটে একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে। এ বিষয়টি নিশ্চিত করেন বিপিডিবির পরিচালক সাইফুল হাসান চৌধুরী । 

তিনি বলেন, রাজধানীর বিদ্যুৎ ভবনে অনুষ্ঠেয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকায় নিযুক্ত ইউএস রাষ্ট্রদূত আর্ল আর. মিলার।

সাইফুল হাসান বলেন, বিপিডিবির সচিব সাইফুল আজাদ ও ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী নাফিস শরাফত স্ব স্ব পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন।

বিপিডিবির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিএসের প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ, বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস ও জ্বালানী সচিব মো. রহমাতুল মুনিম।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু