ইউরোপ-আমেরিকার হুমকির কোন গুরুত্ব নেই

ই-বার্তা ডেস্ক।।    ইসলামী বিপ্লবের ৪০ বছর পূর্তি উপলক্ষে ‘বিপ্লবের দ্বিতীয় ধাপ’ শীর্ষক এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেছেন, ইসলামী ও জাতীয় মূল্যবোধ থেকে এক কদমও পিছু হাঁটা যাবে না। আমেরিকা-ইউরোপের হুমকির গুরুত্ব নেই। তাই তাদের এ হুমকিতে ভয় পাওয়া যাবে না।

খামিনি বলেছেন, ইরান কোনো সংঘাতেই প্রথমে কারও ওপর গুলি ছোড়েনি। এমনকি আমেরিকা ও সাদ্দামের দিকেও না। সব ক্ষেত্রেই শত্রুরা হামলা করার পর ইরান নিজেকে রক্ষার জন্য পাল্টা জবাব দিয়েছে।

আমেরিকার সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, আমেরিকা ও কয়েকটি ইউরোপীয় দেশকে ইরান প্রতারক ও বিশ্বাসঘাতক বলে মনে করে। তাই তাদের সঙ্গে আলোচনা করে কোনো লাভ হবে না।

ই-বার্তা/ মাহারুশ হাসান