ইডেন গার্ডেনেই প্রথমবারের মত দিবা-রাত্রির টেস্ট খেলবে ভারত-বাংলাদেশ

ই-বার্তা ডেস্ক।।  সৌরভ গাঙ্গুলি ভারতীয় বোর্ডের সভাপতির দায়িত্ব নিয়েই বলেছিলেন, তারা দ্রুত ফ্লাড লাইটের নিচে টেস্ট খেলতে চান।  এর আগে এ বিষয়ে রাজি ছিলেন না ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে রাজি করানোর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে যোগাযোগ করে ভারতীয় বোর্ড।    

গতকাল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানালেন, তারা ইডেনেই পিঙ্ক বল টেস্ট খেলতে যাচ্ছেন। আগে খেলার অভিজ্ঞতা না থাকায় সমস্যা হবে মেনে নিয়েও কোচ বলছেন, এটা খুব রোমাঞ্চকর একটা ব্যাপার হতে যাচ্ছে।

দিবা-রাত্রির টেস্ট খেলা নিশ্চিত করে ডমিঙ্গো বলেছেন, ‘একজন কোচ হিসেবে আমি মনে করি এবং আমাদের সিনিয়র ক্রিকেটাররাও মনে করে, এটা দারুণ একটা সুযোগ। আমার জানা মতে, ভারতও কখনো পিঙ্ক বল টেস্ট খেলেনি। আমরাও কখনো খেলিনি। ফলে দুই দল সমান অবস্থায় আছে। ইডেন গার্ডেন্সে এটা দুরন্ত একটা উপলক্ষ হতে যাচ্ছে। এটা দুই দলের জন্যই নতুন একটা অভিজ্ঞতা। ফলে আমরা সবাই রোমাঞ্চিত।’ 

টাইগার কোচ বলেন, ‘ফ্লাড লাইটের নিচে খেলাটা, বিশেষ করে বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলাটা দারুণ একটা ব্যাপার হবে। ফলে আমরা সবাই এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’ 

তিনি আরও বলেন, ‘দুই দলের জন্য চ্যালেঞ্জ একই। হ্যাঁ, আমাদের অনেক খেলোয়াড় একটু চিন্তিত। কারণ, আমরা নিজেদের প্রস্তুত করার সময় পাচ্ছি না। ভারতের ক্ষেত্রেও ব্যাপারটা তাই। তারাও তো এই পিঙ্ক বল টেস্ট আগে খেলেনি।’ 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু