ইথিওপিয়ায় বিধ্বস্ত বিমানের কেউ বেঁচে নেই

ই-বার্তা ডেস্ক ।।   কোনো যাত্রী আর বেঁচে নেই ইথিওপিয়ান এয়ারলাইনসের বিধ্বস্ত উড়োজাহাজটির। ইথিওপিয়ান এয়ারলাইনসের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।  আজ রোববার উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। বোয়িং ৭৩৭ উড়োজাহাজটিতে ১৪৯ জন যাত্রী ও ৮ জন ক্রু ছিলেন।

জানা যায়, উড়োজাহাজটি ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে কেনিয়ার রাজধানী নাইরোবি যাচ্ছিল।  তবে দুর্ঘটনার কোনো কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

এদিকে এয়ারলাইনসের এক মুখপাত্র বলেন, আদ্দিস আবাবা থেকে ওড়ার ছয় মিনিটের মধ্যে স্থানীয় সময় সকাল পৌনে নয়টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

এ দুর্ঘটনার পর ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ টুইটারে গভীর শোক প্রকাশ করেছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘যেসব পরিবার তাদের প্রিয় মানুষদের হারিয়েছে, তাদের প্রতি গভীর সমবেদনা জানাই।’

এদিকে দুর্ঘটনার পর এয়ারলাইনস সংস্থাটি এক বিবৃতিতে জানায়, বিশোফতো শহরের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। সেখানে উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।  সেখানে এয়ারলাইনসের কর্মীদের পাঠানো হবে।  জরুরি সেবাদানকারীদের যতটা সম্ভব সহায়তা করবেন।

তবে এই এয়ারলাইনসটি আফ্রিকার অনেক দেশে ফ্লাইট পরিচালনা করে এবং নিরাপদে চলাচলের জন্য তাদের বেশ সুনাম রয়েছে।  যদিও ২০১০ সালে বৈরুত ছেড়ে আসার সময় এই এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়।  ওই ঘটনায় ৯০ জন মারা গিয়েছিলেন।

ই-বার্তা / শাহাদাত ছৈয়াল