ইদাইয়ের তাণ্ডবে কাঁদছে আফ্রিকার একাধিক দেশ

ই-বার্তা ডেস্ক।।  শনিবার (২৩ মার্চ) এ তথ্য মোজাম্বিক সরকার জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার দেশগুলোতে ঘূর্ণিঝড় ইদাইয়ের তাণ্ডবে প্রাণহানি ৭৬১-এ দাঁড়িয়েছে। এতে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন আরও কয়েক হাজার মানুষ।

মোজাম্বিকের বন্দর শহর বেইরা থেকে শুরু হওয়া ঘূর্ণিঝড়ে বাতাসের বেগ ছিল ঘণ্টায় ১৭০ কিলোমিটার। যা আঘাত হানে পাশ্ববর্তী দেশ মালাওয়ি এবং জিম্বাবুয়েতে।

মোজাম্বিকের ভূমি ও পরিবেশ মন্ত্রী সেলসো কোরিয়া বলেছেন, ঘূর্ণিঝড়ে মোজাম্বিকে প্রাণহানি বেড়ে ২৪২ থেকে ৪৪৬-তে দাঁড়িয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় ‘ইদাই’ এবং ভারী বর্ষণে জিম্বাবুয়েতে ২৫৯ জন এবং মালাওয়িতে প্রায় ৫৬ জনের প্রাণহানি হয়েছে।

উল্লেখ্য, জাতিসংঘ আফ্রিকার দক্ষিণাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া দেশগুলোর চলমান সংকট মোকাবেলায় দেশটির জন্য ২০ মিলিয়্ন ডলার সহায়তা বরাদ্দ করেছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনও সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ই-বার্তা/ মাহারুশ হাসান