ইন্দোনেশিয়ায় বন্যায় ৫০ জনের প্রাণহানি

ই-বার্তা ডেস্ক।।  রোববার (১৭ মার্চ) ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে আকস্মিক বন্যায় ৫০ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও প্রায় ২১ জন

দুর্যোগ সংস্থার কর্মকর্তা কোর সিম্বোলন বলেন, শনিবার (১৬ মার্চ) প্রদেশটির রাজধানী জয়াপুরের নিকটস্থ সেনটানি এলাকায় শুরু হওয়া প্রবল বৃষ্টিপাত থেকে এ বন্যার সৃষ্টি হয়েছে।

দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরয়ো নুগ্রহ বলেছেন, বন্যায় কমপক্ষে নয়টি বাড়িঘর এবং দুইটি ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অনুসন্ধান ও উদ্ধার দল এখনও সব ক্ষতিগ্রস্ত এলাকাতে পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, দেশটিতে সাম্প্রতিক সময়ে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে শত শত মানুষের প্রাণহানি হচ্ছে। ক্ষতি হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার।

ই-বার্তা/ মাহারুশ হাসান