ইমরানের শান্তির পদক্ষেপ রাষ্ট্রনায়কোচিতঃ এরদোগান

ই-বার্তা ডেস্ক।।  শান্তির বার্তা হিসেবে আটক ভারতীয় পাইলটকে মুক্তির ঘোষণা দেয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বৃহস্পতিবার টেলিফোনে তিনি ইমরানকে অভিনন্দন জানান।

এরদোগান বলেন, শান্তি প্রতিষ্ঠায় ইমরান খানের পদক্ষেপ রাষ্ট্রনায়কোচিত।  পাকিস্তানের জাতীয় দৈনিক দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  

পাক-ভারত উত্তেজনার মধ্যে ইমরান খান বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে ভাষণ দেন।  ভাষণে তিনি শান্তির পক্ষে নিজেদের জোরালো অবস্থান ব্যক্ত করেন।  ভারতকে শান্তির প্রস্তাব দেন।  ইমরান খান পাকিস্তানে আটক ভারতীয় পাইলট অভিনন্দনকে মুক্তি দেয়ার ঘোষণা দেন।  পাশাপাশি বলেন পাকিস্তান ভয়ে ভারতের পাইলটকে মুক্তি দিচ্ছে এটা ভাবা বড় ভুল হবে।  পাকিস্তান শান্তি চায় তাই মুক্তি দিচ্ছে। 

পাকিস্তানের প্রধানমন্ত্রীর এমন মনোভাবের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট।  ইমরান খানের পার্লামেন্টে ভাষণের পর সন্ধ্যায় তাকে টেলিফোন করেন এরদোগান।  ইমরান খানের দল পিটিআই এ ফোনালাপ নিয়ে একটি টুইট করেছে।  সেখানে তারা ইমরান ও এরদোগানের হাস্যোজ্জ্বল একটি ছবিও প্রকাশ করেছে।

ভারতে আত্মঘাতী হামলার জেরে গত মঙ্গলবার কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী।  হামলায় ২০০ থেকে ৩০০ জঙ্গি নিহত হন বলে দাবি করেছে দেশটি।এখানেই থেমে নেই, গত বুধবার পাকিস্তান সীমান্তে ভারতীয় দুই যুদ্ধবিমানকে ভূপাতিত করেন পাকিস্তান সেনারা।  সেখানে পাকিস্তান বাহিনীর হাতে বন্দি হন দেশটির এক পাইলট। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু