ইরানি কনস্যুলেট তৃতীয়বার পোড়াল বিক্ষোভকারীরা

ই- বার্তা ডেস্ক।। ইরাকের নাজাফ শহরে ফের ইরানের কনস্যুলেট ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ নিয়ে গত এক সপ্তাহে কনস্যুলেটটিতে তৃতীয়বার আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।

মঙ্গলবার রাতে বিক্ষোভকারীদের ভেতর থেকে কিছু মুখোশধারী ইরানি কনস্যুলেট ভবনের চত্বরে ঢুকে পড়ে এবং পুরো ভবনে আগুন লাগিয়ে দেয়। এর আগে, গত ২৮ নভেম্বর ও ১ ডিসেম্বর ইরানি এই কনস্যুলেটে অগ্নিসংযোগ করে ইরাকের ক্ষমতাসীন সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভরত দেশটির নাগরিকরা।

গত জুমার খুতবায় প্রধানমন্ত্রী পরিবর্তনের বিষয়ে বিবেচনা করার জন্য সংসদের প্রতি আহ্বান জানান দেশটির শিয়াদের ধর্মীয় গুরু আয়াতুল্লাহ আলি আল সিসতানি। এর এক ঘণ্টার মধ্যেই পদত্যাগের কথা জানান ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি।

বাগদাদের দুর্নীতিগ্রস্থ ও ইরান সমর্থিত ক্ষমতাসীন সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে গত কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ করে আসছেন হাজার হাজার ইরাকি। বিক্ষোভ থেকে ইরানের কনস্যুলেটে বিক্ষোভকারীদের অগ্নিসংযোগের ঘটনাকে তেহরানবিরোধী তীব্র মনোভাবের বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে।