ইরানের সঙ্গে সমঝোতা সম্ভব নয়ঃ ট্রাম্প

ই-বার্তা ডেস্ক।।  যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা লাঘব হওয়ার বদলে ক্রমশ জটিল হয়ে পড়েছে। এই অবস্থায় ইরানের সঙ্গে সমঝোতা করা কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।   

সোমবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘তারা (ইরানিরা) আমাদের সঙ্গে অসম্মানজনক আচরণ করছেন। এ অবস্থায় তাদের সঙ্গে কোনো সমঝোতায় যাওয়া আমার জন্য কঠিন হয়ে পড়েছে।’

মার্কিন এই প্রেসিডেন্ট আরো বলেন, ইরানের ব্যাপারে সবচেয়ে খারাপ পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্যও ওয়াশিংটনের প্রস্তুতি রয়েছে।

এছাড়া ১৭ জন সিআইএ’র গুপ্তচরকে গ্রেফতার ও এসব গুপ্তচরদের কয়েকজনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার যে দাবি করেছে ইরান সে দাবি মিথ্যা বলে উল্লেখ করেছেন ট্রাম্প।  

এক টুইট বার্তায় ট্রাম্প জানিয়েছেন, ইরানের এই দাবি একেবারেই মিথ্যা। এর মধ্যে বিন্দুমাত্র সত্য নেই। এটি তাদের ধ্বংসের মুখে পড়ে যাওয়া ধর্মীয় শাসনের ড্রোন ভূপাতিত করার মতোই আরেকটি মিথ্যা ও বানোয়াট প্রচারণা। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু