ইরানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫, আহত ৭০

ই-বার্তা ডেস্ক।।  ইরানে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প।  এতে অন্তত পাঁচজন নিহত ও ৭০ জন আহত হয়েছে।  আজ শুক্রবার ভোররাতে দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিজ শহরের ১২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে এ ভূমিকম্প হয়।   

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রার ছিল ৫ দশমিক ৯। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানা গেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, শুক্রবারের ভূমিকম্পে এখন পর্যন্ত চারজন নিহত এবং ৭০ জন আহত হয়েছে। প্রায় দুই কোটি মানুষ এ ভূকম্পন অনুভব করে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎসস্থল হওয়ায় বেশি মাত্রায় এর প্রভাব পড়ে। ভূমিকম্পটিতে তুলনামূলক বেশি কম্পন অনুভূত হয়। বেশকিছু শহরে এর প্রভাব পড়ে। রাতের অন্ধকারে আতঙ্কিত মানুষজন ঘরবাড়ি থেকে ছুটে বেরিয়ে আসে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস জানিয়েছে, ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পটি যথেষ্ট শক্তিশালী ছিল।

এর আগে গত বুধবার (৬ নভেম্বর) ভূমিকম্প আঘাত হানে ইরানে। দেশটির দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রার ছিল ৫ দশমিক ৪। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু