ইরান ক্রমেই বিশ্ব শক্তি হয়ে উঠবে: হোসেইন সালামি

ই- বার্তা ডেস্ক।। ইরান ক্রমেই বিশ্ব শক্তি হয়ে উঠবে বলে দাবি করেছেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি।

বুধবার তেহরানে ‘৯২ হাজার শহীদ’ বিষয়ক সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেন, শত্রুদের নানান ষড়যন্ত্র উপেক্ষা করে ইরান দৃঢ়তার সঙ্গে তার পথচলা অব্যাহত রাখবে এবং অদূর ভবিষ্যতে বিশ্ব শক্তিতে রূপান্তরিত হবে। আইআরজিসি’র প্রধান বলেন, গত কয়েক সপ্তাহে ইরানি জাতি সাম্রাজ্যবাদী শক্তি বিশেষকরে যুক্তরাষ্ট্রের মুখে আরও একবার চপেটাঘাত করেছে।

শত্রুরা ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের পাশাপাশি অভ্যন্তরীণ গোলযোগ সৃষ্টি করেছিল, কিন্তু জনগণের সচেতনতার কারণে সেই ষড়যন্ত্র সফল হয়নি। মেজর জেনারেল সালামি আরও বলেন, ইরানি জাতি অত্যন্ত সজাগ ও সচেতন এবং সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে জনগণ খুব ভালোভাবেই নিজেদেরকে সহিংসতাকামীদের কাছ থেকে আলাদা করতে সক্ষম হয়েছে।