ইসরাইলের সঙ্গে মুসলিম দেশ গুলোর মিত্রতা লজ্জ্বাজনক

ই-বার্তা ডেস্ক।।  ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার সঙ্গে আলাপকালে ফিলিস্তিনের গাজা উপত্যকার আল-আমরি মসজিদের খতিব মুফতি নিমর আবু আউন বলেছেন, মুসলিম দেশগুলোর ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করা ঠিক হবে না।  ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক রাখা হারাম।  

তিনি বলেন, ফিলিস্তিনসহ ইসলামের পবিত্র স্থানগুলো রক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। মুসলমানদের সামগ্রিক পরিস্থিতি খারাপ হলেও বিষয়টিকে আমরা এড়িয়ে যেতে পারি না।  কোনো কোনো আরব সরকার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে।  যা আমাদের জন্য অগ্রাহ্য এবং লজ্জাজনক।  বিশ্বের কোনো দেশেরই খুনি, অপরাধী ও দখলদার ইসরাইলের সাথে সম্পর্ক রাখা উচিত না। 

আবু আউন আরও বলেন, ইসরাইলের অনেক ইউরোপীয় মিত্রদেশও ইসরাইলি পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।  কিন্তু দুঃখজনকভাবে অনেক মুসলিম দেশ তাদের সঙ্গে সম্পর্ক করতে মরিয়া হয়ে উঠেছে। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু