ইয়েমেনে সৌদি জোটের অভিযান শুরু

ই-বার্তা ডেস্ক।।  ইয়েমেনের বন্দর নগরী হুদাইদাহের উত্তরে সামরিক অভিযান শুরু করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। সৌদির দুইটি তেলক্ষেত্রে ড্রোন হামলার পর শুক্রবার এই সামরিক অভিযান শুরু করে সৌদি জোট।  

এর আগে, গত শনিবার সৌদি আরবের দুইটি বৃহৎ তেল স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়। হামলার ফলে সৌদির তেল উৎপাদন প্রায় অর্ধেকে নেমে আসে। পাশাপাশি সারাবিশ্বে তেলের দামও বৃদ্ধি পায়।

এদিকে হামলার দায় স্বীকার করেছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠী। কিন্তু  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার জন্য ইরানকে দায়ী  করেছে। শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে ইরান। 

হামলার পর এর জবাব দেওয়ার সক্ষমতা রিয়াদের আছে উল্লেখ করে হুঁশিয়ারি দেয় সৌদি আরব। সেই ধারাবাহিকতায় হুদাইদাহের উত্তরে সামরিক অভিযান চলছে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু