ইয়েমেনে সৌদি জোটের হামলায় ১৪ জন নিহত

ই-বার্তা ডেস্ক।।  ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে বিমান হামলায় শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছে। এছাড়া এতে আহত হয়েছে আরও ২৩ জন।  

সোমবার সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট প্রদেশটির একটি জনাকীর্ণ বাজারে এ হামলা চালায়।  

সাদা প্রদেশের কাতাবের এলাকায় অবস্থিত আল থাবেত মার্কেটে এ বিমান হামলা চালানো হয়। অঞ্চলটি ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত।

স্থানীয় আল জুমহৌরি হাসপাতালের প্রধান রয়টার্সকে বলেন, হামলায় নিহতদের মধ্যে ২ জন এবং আহত ২৩ জনের মধ্যে ১১জনই শিশু।

রয়টার্সের ফটোগ্রাফের তোলা ছবিতে ৯ জনের বেশি মৃতদেহ দেখা যায়। এদের মধ্যে অনেকের শরীর ছিন্নভিন্ন হয়ে গেছে।

হুথি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি’কে হুথি বিদ্রোহীদের স্বঘোষিত সরকারের তেলমন্ত্রী ত্বহা মুতাওয়াকিল জানান, আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া তিনি এ হত্যাযজ্ঞের জন্য সৌদি আরব এবং তার মিত্র দেশগুলোকে দায়ী করেছেন।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু