ঈদযাত্রায় ট্রেনের সব রুটেই ব্যাপক শিডিউল বিপর্যয়,ভোগান্তিতে যাত্রীরা

ই-বার্তা ডেস্ক।।  প্রতিবারের মতো এবারও শিডিউল বিপর্যয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে ট্রেনে ঈদযাত্রা।  কমলাপুর রেলস্টেশন থেকে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়ছে বিভিন্ন রুটের ট্রেন।  ফলে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। 

শুক্রবার রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন সকাল ৬টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি সোয়া ৮টায় স্টেশন ছাড়ে।  উত্তরবঙ্গগামী রংপুর এক্সপ্রেস সকাল ৯টায় কমলাপুর রেলস্টেশন ছাড়ার নির্ধারিত সময় থাকলেও ট্রেনটি বেলা ১টার পরে ছেড়ে যাবে।  লালমনি এক্সপ্রেস প্রায় ৭ ঘণ্টা দেরি করবে বলে স্টেশন সূত্র জানিয়েছে।

অন্যান্য রুটের চেয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন রংপুরগামী যাত্রীরা। ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনটির কমলাপুর ছেড়ে যাওয়ার কথা সকাল ৯টায়।  রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সেই ট্রেনটি দুপুরে স্টেশনে প্রবেশ করবে। অর্থাৎ পাঁচ ঘণ্টা স্টেশনে বসে পার করতে হবে ঈদে ঘরমুখো মানুষগুলোকে। 

তবে সঠিক সময়ে ছেড়ে গেছে পঞ্চগড়গামী ‘দ্রুতযান এক্সপ্রেস’সহ আরও একটি ট্রেন।

ধূমকেতু এক্সপ্রেসের যাত্রী শরিফ জাকারিয়া বলেন, প্রায় দুই ঘণ্টা ধরে অপেক্ষা করছি। কিন্তু ট্রেন ছাড়ার কোনো লক্ষণ দেখছি না। এই গরমে অপেক্ষা করতে অসহ্য লাগছে।

স্টেশন সূত্রে জানা গেছে, কমলাপুর থেকে শুক্রবার ৩৩টি নির্ধারিত আন্ত‍ঃনগর ট্রেন ছেড়ে যাবে বিভিন্ন গন্তব্যে।  সবকটি ট্রেনেই শিডিউল বিপর্যয় দেখা দেবে।  কারণ অধিকাংশ ট্রেনই নির্ধারিত সময়ে ঢাকা পৌঁছাতে পারছে না।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু