ঈদের দিনে বিশ্বকাপের মাঠে নামছে টাইগাররা

ই-বার্তা ডেস্ক ।।  টাইগারদের এবারের ঈদ কাটছে ইংল্যান্ডে । মাশরাফি-মুশফিকরা রঙিন পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়েছেন। নামাজ শেষে কেউ কেউ দাওয়াত খেতে যাবেন বলেও জানা গেছে। ঈদের ঘোরাঘুরি কিংবা উদযাপন ওখানেই শেষ। মাশরাফিদের ঈদ বলতে খেলা। আগের দিনই মাশরাফিই বলেছেন কথাটা।

টিম টাইগারদের ঈদের জন্য আলাদা কোন ছুটি নেই। ছুটি কাটানোর সুযোগও নেই। কারণ বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। দিবা-রাত্রির ম্যাচ এটি। টাইগাররা তাই ফ্লাডলাইটে অনুশীলন করবেন। সে অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় তাদের অনুশীলনে যাওয়ার কথা আছে।

সৌম্য সরকার সংবাদ মাধ্যমে কিউই ম্যাচ নিয়ে কথা বলেন। তিনি জানান, ম্যাচটা সম্পূর্ণ নতুন উইকেটে হবে। ওভালে আগে কয়টা ম্যাচ হলেও ওই উইকেটে খেলা হয়নি। শুরুতে তাই ব্যাট করতে অসুবিধা হতে পারে। কারণ শুরুর ১০ ওভারে বোলাররা খুবই ভালো সুইং পাবেন।

নিউজিল্যান্ড দলে আছে ট্রেন্ট বোল্ট-টিম সাউদি মতো পেসার। যাদের সুইংয়ের মাস্টার বলা হয়। এছাড়া কলিন ডি গ্রান্ডহোমরাও বলে ভালো সুইং করান। তাদের সুইং সতর্কভাবে সামলাতে হবে বাংলাদেশের। সৌম্য তাই বলেন, ‘প্রথম ১০ ওভার বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে।’

গুরুত্বপূর্ণ ওই সময়টা তামিম এবং সৌম্য সরকারকে দেখে শুনে খেলতে হবে। সামলাতে হবে সুইংয়ের সঙ্গে বাউন্স। তারাও আত্মবিশ্বাসী। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের মতো শুরুতে ‘ফ্রি শট’ খেলা কঠিন হবে। সৌম্য তাই বলের মেরিট বুঝে খেলতে হবে বলে উল্লেখ করেন।

বাংলাদেশ দল এ ম্যাচে ব্যাটে নামবে শুরুর দিকে উইকেট না দেওয়ার পরিকল্পনা নিয়ে । কিউইদের বিপক্ষের ম্যাচ নিয়ে খুব চিন্তিত দল মাশরাফিবাহিনী। দলের মধ্যে স্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। তবে তা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের জন্য নয়। ধাপে ধাপে পরিকল্পনা অনুযায়ী এগুনোই দলের লক্ষ্য। সবমিলিয়ে বাংলাদেশ দল নিউজিল্যান্ড ম্যাচের জন্য প্রস্তুত; একথা বলাই যায়।

ই-বার্তা/জা হা